হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় দুই অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু, আটক ১ 

হিজলা ও মুলাদী প্রতিনিধি

হিজলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আহম্মেদ খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে হিজলার বাংলাবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার আলী আহম্মেদ খানের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আলী আহম্মেদ খান উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চরনরসিংহপুর গ্রামের আবদুল মজিদ খানের ছেলে। এ ঘটনায় এক অটোচালকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী অটোচালক বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে আলী আহম্মেদ খান গুয়াবাড়িয়া থেকে অটোরিকশা মুলাদীতে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাংলাবাজার এলাকায় লালচান মজুমদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী আলী আহম্মেদ খান মারাত্মকভাবে আহত হন এবং অন্যরা ছিটকে রাস্তায় পড়ে যান।

পরে পথচারীরা আলী আহম্মেদ খানকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি কো হয়। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুলাদী হাসপাতালের চিকিৎসক অশোক সেন জানান, দুর্ঘটনায় আলী আহম্মেদ খানের হাঁটুর বাটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথা ও মুখমণ্ডলে প্রচণ্ড আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথার আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, পুলিশ হাসপাতালে তদন্ত করেছে। তবে ঘটনাটি হিজলা থানার আওতায় হওয়ায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, বেপরোয়া অটোরিকশা চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশা দুটিকে জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে। আরেকজন চালকের খোঁজ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা