হোম > সারা দেশ > বরিশাল

শায়েস্তাবাদ খেয়া ঘাটে চারগুণ ভাড়া আদায় করছেন ইজারাদার

প্রতিনিধি

বরিশাল: সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এই ঘাটে সরকার জনপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা। রাত নামলে এ ভাড়া বেড়ে ৫০ থেকে ১০০ টাকায়ও ঠেকে। আর বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন দৈনিক কয়েক হাজার যাত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার করেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ৭ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা করে পারাপারের কথা রয়েছে। কিন্তু ঘাটে এই নিয়মের বালাই নেই। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানো থাকলেও তার তোয়াক্কা করছেন না ইজারাদার ও মাঝিরা। এভাবে জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগও আছে।

স্থানীয় বাসিন্দা কবির গাজি বলেন, এই খেয়া ঘাটে জুলুম চলছে। এই অনিয়ম দেখার কেউ নেই। ইজারাদার কালাম ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে রাখছেন। কেউ প্রতিবাদ করলে কালাম বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।

তবে ঘাটের ইজারাদার মো. কালাম যাত্রীদের জোর করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেটে এই ঘাটে জনপ্রতি মানুষের ভাড়া ১০ টাকা। সেই অনুযায়ী রেটও টানানো আছে। কিন্তু বন্যার কারণে প্রায় সব ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ট্রলার দিয়ে পারাপার করানো হচ্ছে। তাই মাঝিদের ২০ টাকা করে ভাড়া নিতে বলা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু