হোম > সারা দেশ > পটুয়াখালী

গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতার ফ্রিজ থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ীকে পচা মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার এলাকায় এ অভিযান চালান এসিল্যান্ড আবু বকর  ছিদ্দিকী। 

এ সময় জব্দকৃত পচা মাংস মাটিচাপা দেওয়া হয়। অভিযানকালে কলাপাড়া থানার এসআই আল-আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মাংস বিক্রেতা ওই এলাকার বাসিন্দা বেল্লাল মুন্সি। 

জানা যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি বাসায় গিয়ে পচা মাংস দেখতে পান। এরপরই ওই পুলিশ সদস্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া এদিন শেখ কামাল সেতুতে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে আরও আটজনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আবু বকর ছিদ্দিকী জানান, ‘ওই ব্যবসায়ী পচা, দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন। এই অপরাধে বেল্লালকে এবং অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে আটজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর