হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে এবার ছাত্র আন্দোলনের আহ্বায়ক-মুখপাত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ এবার সংবাদ সম্মেলন করে নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। ছবি: আজকের পত্রিকা

বরিশালে জুলাই আন্দোলনে হামলার অভিযোগে ৯ মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ এবার নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন। শনিবার তিনি স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, তাঁর মামলাকে পুঁজি করে সংগঠনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন ও মুখপাত্র সুমি হক বাণিজ্য করছেন। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারজুক দাবি করেন, ‘এসব অভিযোগের কোনো প্রমাণ নেই।’

১৪ মে মামলা করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি সংবাদ সম্মেলন করে মারজুকের বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ করে এবং তাঁর সাংগঠনিক পদ স্থগিত করা হয়। এর পাল্টা জবাব দিতে শনিবার সংবাদ সম্মেলন করেন মারজুক।

সংবাদ সম্মেলনে মারজুক বলেন, ভুল তথ্যের কারণে কিছু নিরীহ লোক মামলায় আসামি হয়েছেন। তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে আহ্বায়ক সাব্বির বিভিন্নজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। একেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ারও অভিযোগ করেছেন মারজুক। তিনি দাবি করেন, এক ছাত্রলীগ নেতার নাম বাদ দিতে তদবির করেছিলেন সুমি হক। তিনি রাজি না হওয়ায় সংগঠনে তাঁর পদ স্থগিত করা হয়েছে।

মারজুক সংবাদ সম্মেলনে জামাল খান নামের এক আসামিকেও হাজির করেন।

এর আগে ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমানের পরিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বলেছে, মারজুক ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তিনি মিজানুরকে আসামি করেন এবং পরে দোকানের মধ্যে আটকে পুলিশে ধরিয়ে দেন।

অভিযোগের বিষযে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেছেন, বাদী মারজুক নিজের লোকজন নিজে আসামি ধরে পুলিশে খবর দেন। তিনি বাদী হওয়ায় আসামি থানায় আনতে হয়। তখন আটক না করলে মেরে ফেলার ভয় থাকে।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, ক্ষোভের কারণে মারজুক তাঁদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেছেন। প্রকৃত অর্থে স্বেচ্ছাসেবক দলনেতা পরিচয়ধারী যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তাঁকে তিনি চিনেনই না। তাঁর সংগঠনের মুখপাত্র সুমি হকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে রক্ষা করার যে অভিযোগ তুলেছেন, তার প্রমাণ দেখাক মারজুক আব্দুল্লাহ। সাব্বির বলেন, ‘মারজুক যে মামলা করেছেন তার কয়জনকে তিনি চেনেন সে বিষয়ে আমরা সন্দিহান।’

হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

বিএনপির একটি অংশকে প্রতিহত না করলে দিন দিন ভোট কমে যাবে: হেনস্তার ঘটনায় ব্যারিস্টার ফুয়াদ

‘বাকসু’ নিয়ে টানাটানি, ক্ষুব্ধ বিএম কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ