হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে আ. লীগ নেতার গোয়াল ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

মুলাদীতে আ. লীগ নেতার গোয়াল ঘরে আগুন। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে এক আওয়ামী লীগ নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার অজ্ঞাতদের আসামি করে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কাজীর গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খামারের চারটি গরু আগুনে দগ্ধ হয়।

আবুল কালাম কাজী জানান, মঙ্গলবার দিবাগত রাতে পোড়া গন্ধে ঘুম ভেঙে গেলে দেখেন খামারের গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময় তিন ব্যক্তিকে খামার থেকে দৌড়ে পালিয়ে যান। পরে দ্রুত গোয়াল ঘরে গিয়ে গরু বের করার চেষ্টা করেন।

এর মধ্যে চারটি গরু আগুনে দগ্ধ হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ গোয়াল ঘরে আগুন দিয়ে থাকতে পারেন বলে জানান তিনি।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর