হোম > সারা দেশ > বরিশাল

মারধরের পর গৌরনদীর সাবেক মেয়র গ্রেপ্তার, বিকেলে জামিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে স্থানীয় জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায়।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠায়। একইদিন বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাঁকে জামিন দিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মুলাদী যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীর মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। মুলাদী যাওয়ার উদ্দেশ্যে মীরগঞ্জ ফেটিঘাট অতিক্রমকালে স্থানীয় জনতা বিষয়টি টের পেলে তাঁকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে বাবুগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে বরিশাল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে দুপুরে গ্রেপ্তার দেখানোর পর আলাউদ্দিনকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক বিকেলে তাঁকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে অনিক ভূঁইয়া।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সাবেক পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গৌরনদী মডেল থানা পুলিশ আটক করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, গত ১৫ নভেম্বর থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি আলাউদ্দিন ভূঁইয়াকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫