হোম > সারা দেশ > বরিশাল

মারধরের পর গৌরনদীর সাবেক মেয়র গ্রেপ্তার, বিকেলে জামিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে স্থানীয় জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায়।

পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠায়। একইদিন বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাঁকে জামিন দিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মুলাদী যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীর মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। মুলাদী যাওয়ার উদ্দেশ্যে মীরগঞ্জ ফেটিঘাট অতিক্রমকালে স্থানীয় জনতা বিষয়টি টের পেলে তাঁকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে বাবুগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে বরিশাল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এদিকে দুপুরে গ্রেপ্তার দেখানোর পর আলাউদ্দিনকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক বিকেলে তাঁকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে অনিক ভূঁইয়া।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সাবেক পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গৌরনদী মডেল থানা পুলিশ আটক করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, গত ১৫ নভেম্বর থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি আলাউদ্দিন ভূঁইয়াকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ