হোম > সারা দেশ > পটুয়াখালী

নৌকা প্রতীকে আবারও জয় পেলেন শাহজাদা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা-গলাচিপা) আসনে নৌকা প্রতীকে আবারও জয় পেলেন এস এম শাহজাদা। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী গতকাল অনুষ্ঠিত ভোটের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হন। 

দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিহিউদ্দিন আল হেলাল এক প্রেস ব্রিফিংয়ে জানান, দশমিনা ও গলাচিপা উপজেলায় ১২৪টি কেন্দ্রে নৌকার প্রার্থী ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৫০৮ ভোট। 

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াশিউজ্জামান চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার এবং নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। 

দশমিনা-গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আজ সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহজাদাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে বিজয়ী হন।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর