হোম > সারা দেশ > পটুয়াখালী

৫ দিন অনশনের পরও বিয়ে না করায় তরুণীর বিষপান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করার পরও বিয়ে না করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী (২২)। আজ শনিবার সকালে বাবার বাড়িতে তিনি বিষ পান করেন। বর্তমানে তিনি মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রেমিকের নাম রায়হান (২৫)। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মতি মৃধার ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আট মাস আগে তাঁদের দুজনের পরিচয় হয়। বিয়ের দাবিতে ওই তরুণী গত সোমবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সুবিদখালী ওই যুবকের বাড়িতে অনশনে বসেন। তবে শুক্রবার ওই নারীর বাবা জব্বার জোমাদ্দার সুবিদখালী রায়হানের বাসা থেকে মেয়েকে বাড়িতে নিয়ে যান। আজ সকালে বাবার বাড়িতেই তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। 

তরুণীর দাবি, সাড়ে চার বছর আগে পাশের গ্রামের একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। সে সংসারে তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে রায়হানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রায়হান তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এমনকি স্বামীকে তালাক দিতেও বাধ্য করেন। এখন বিয়ের জন্য চাপ দিলে রায়হান বিয়ে করতে রাজি হচ্ছেন না। বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে পাঁচ দিন তিনি অবস্থান নেন।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উমর ফারুক জাবির বলেন, ‘বিষপান করা এক নারীকে তাঁর স্বজনেরা আজ সকালে হাসপাতালে নিয়ে আসেন। তাঁর পাকস্থলী পরিষ্কার করে সুস্থ করা হয়েছে। এরপর ওই রোগী কাপড় পরিবর্তনের অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না বলে হাসপাতাল কম্পাউন্ড ত্যাগ করেন। পরবর্তী সময়ে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিষয়টি শুনে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ