হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ‘স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত’ শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে বড় একটি ব্যানারে জুলাই আন্দোলনের বিরোধিতাকারী ও স্বৈরাচারের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের ছবি প্রদর্শন করা হয়। পরে ব্যানারটি গ্রাউন্ড ফ্লোরে টানিয়ে রাখা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাপক মুহসিন উদ্দিনকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বেআইনিভাবে সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন উপাচার্য। তাঁকে সিন্ডিকেটে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তাঁদের দাবিগুলো হলো ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তাঁকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা, আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অবিলম্বে অপসারণ করা, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মচারীকে অপসারণ এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ ও আওয়ামী দোসরদের পুনর্বাসনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায় শিক্ষা অনুষদের এক শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম মনপুরা আওয়ামী লীগের একজন পদধারী নেতা। চাকরির বয়স শেষ হলেও অবসরে না পাঠিয়ে উপাচার্য অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে তাঁকে পুনরায় দায়িত্বে রেখেছেন, যা প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। তাঁকে অবিলম্বে অপসারণ করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, ‘আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো ফ্যাসিবাদের দোসর দেখতে চাই না। আমাদের চার দফা দাবি মানা না হলে শিগগির আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর