হোম > সারা দেশ > বরিশাল

ভিসির পদত্যাগ দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাতে সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।

এর আগে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেবেন। ফলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে চলমান আন্দোলন আরও সংঘটিত রূপ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত ২৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু একবারের জন্যও উপাচার্য আমাদের সঙ্গে বসার চেষ্টা করেননি বরং আন্দোলনের শেষ পর্যায়ে এসে রাতের বেলায় ফেসবুক লাইভে কথা বলার আগ্রহ দেখাচ্ছেন, যাকে আমরা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফল নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্তের ওপর। আমরা বারবার বার্তা পৌঁছালেও কেউ গুরুত্ব দেয়নি।’

সুজয় আরও জানান, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি—ভিসির অপসারণ—মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আজ রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসেছে।’

তিনি উপাচার্য শুচিতা শরমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, ‘এমন মানুষের হাতে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।’

এদিকে রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ফেসবুক লাইভে আসেন। সেখানে শিক্ষার্থীরা তাঁকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন।

বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্যানসার আক্রান্ত ছাত্রী জিমি চিকিৎসা সহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত জিমির মৃত্যু হয়।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন