হোম > সারা দেশ > ভোলা

ভোলায় অস্ত্র, হাতবোমাসহ বিএনপির ৫ নেতা-কর্মী আটক

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা বড়ি ও টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। তাঁদের মধ্যে জাহাঙ্গীর ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মঞ্জু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও অন্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালান।

রিফাত আহমেদ বলেন, অভিযানে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়ি ও ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জব্দ অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। কোস্ট গার্ডের টহলও জোরদার করা হয়েছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর