হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই ভাই হলো মো. মেহেদি হাসান নুর (২০) ও মো. ইব্রাহীম (১০)। তাঁরা পার্শ্ববর্তী দুমকি উপজেলার নলদোয়ানি গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোকাম্মেল হোসেন। তিনি বলেন, ‘দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইনচার্জ মোকাম্মেল জানান, দুই শিশুর বাবা সোহরাব হোসেন খুলনা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানেই তিনি সপরিবারে থাকতেন। গত রোববার মির্জাগঞ্জের রামপুর গ্রামে নানা আব্দুল কাদের মুসুল্লির বাড়িতে দুই ভাই মায়ের সঙ্গে বেড়াতে আসেন। আজ বেলা ১টার দিকে তারা নানাবাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে যায়। দুজনেই সাঁতার জানত না। 

গোসল করে ঘরে আসতে বেশি সময় লাগায় পরিবারের লোকজন দুই ভাইকে খুঁজতে যান। এ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির লোকজন ডোবা থেকে তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ইনচার্জ মোকাম্মেল।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর