হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই ভাই হলো মো. মেহেদি হাসান নুর (২০) ও মো. ইব্রাহীম (১০)। তাঁরা পার্শ্ববর্তী দুমকি উপজেলার নলদোয়ানি গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোকাম্মেল হোসেন। তিনি বলেন, ‘দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইনচার্জ মোকাম্মেল জানান, দুই শিশুর বাবা সোহরাব হোসেন খুলনা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানেই তিনি সপরিবারে থাকতেন। গত রোববার মির্জাগঞ্জের রামপুর গ্রামে নানা আব্দুল কাদের মুসুল্লির বাড়িতে দুই ভাই মায়ের সঙ্গে বেড়াতে আসেন। আজ বেলা ১টার দিকে তারা নানাবাড়ির পাশে একটি ডোবায় গোসল করতে যায়। দুজনেই সাঁতার জানত না। 

গোসল করে ঘরে আসতে বেশি সময় লাগায় পরিবারের লোকজন দুই ভাইকে খুঁজতে যান। এ সময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির লোকজন ডোবা থেকে তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ইনচার্জ মোকাম্মেল।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ