হোম > সারা দেশ > বরিশাল

মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উজিরপুরে মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে ওই তরুণদের গ্রেপ্তার করা হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ওই ১২ তরুণকে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার তরুণেরা হলেন—মোহাম্মদ উৎসব, মেহেদী হাসান, শাওন, মোহাম্মদ সৈকত হাসান, মেহেদী হাসান, সাব্বির হোসেন, আরমান সিন্দিত, নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস। তাঁদের বয়স ২০-২২ বছরের মধ্যে। এর মধ্যে কয়েকজনের বাড়ি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকায় ও কয়েকজনের বাড়ি এয়ারপোর্ট থানায়। 

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম এ জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ তরুণকে পাওয়া যায়। পরে তাঁদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তাঁরা মদ্যপ অবস্থায় আছেন। এ সময় তাঁদের কাছ থেকে চারটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন