হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সাইবার আইনের ৫৯টি মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালে সাইবার নিরাপত্তা আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এই মামলা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বেশির ভাগ আসামি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী।

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মতপ্রকাশের কারণে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কটূক্তির নানা কারণে ওই মামলাগুলো করা হয়েছিল।

মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ৫৯ মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা। সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের পিপি সাদিকুর রহমান লিংকন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা অভিযোগ এনে সাইবার আইনে মামলা ঠুকে দিতেন শেখ হাসিনা সরকারের লোকজন। এসব মামলা হয়রানিমূলক হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালেও কিছু হয়রানি মামলা প্রত্যাহার হয়েছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ