বরিশালে ঈদের আগে সাংবাদিকদের বেতন ও উৎসব ভাতার দাবিতে সমাবেশ হয়েছে। আজ রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সাংবাদিকদের বেতন বাড়ানো হয়নি। অধিকাংশ ক্ষেত্রে সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দেওয়া হয় না। তাই ঈদের আগে সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব ভাতা দেওয়ার আহ্বান জানান তাঁরা।
জেইউবি সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সাঈদ পান্থ, মনবীর আলম, অনিকেত মাসুদ, মেহেদী হাসান তামিম প্রমুখ।