হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬৫ জন আক্রান্ত

প্রতিনিধি, ভোলা

ভোলা জেলায় করোনা সংক্রমণ রোগীর ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভোলায় ২৪ ঘণ্টায় ৪০০ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২২৭। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১২৪, দৌলতখানে ১৭, বোরহানউদ্দিনে ১২, লালমোহনে আট, চরফ্যাশনে দুই ও তজুমদ্দিনে দুজন করোনা পজিটিভ রয়েছেন। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৬ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে ভোলা সদরে ২৯, দৌলতখানে তিন, বোরহানউদ্দিনে দুই, লালমোহনে চার ও চরফ্যাশনে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জন করোনা শনাক্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এ জেলার অনেক মানুষ মাস্ক পরে না। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন। যাঁরা করোনায় আক্রান্ত, তাঁরা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছেন। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারণা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটিকে নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার