হোম > সারা দেশ > পিরোজপুর

বিএনপি নেতার বাধায় পণ্ড ভোক্তা অধিকারের অভিযান

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। গতকাল শুক্রবার দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগ দেন। পরে কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান।

ভোক্তা অধিকার অভিযান কার্যক্রমে বিএনপি নেতার বাধা। ছবি: আজকের পত্রিকা

ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাঁকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পরে তাঁরা দোকানটি খোলার চেষ্টা করলে বদরুদ্দোজা তাঁদের বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরনের কার্যক্রম চালানোয় বাধা দেন তিনি।

তবে ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকানঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আমি বিষয়টি প্রতিহত করি।’

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণের লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০