হোম > সারা দেশ > পিরোজপুর

বিএনপি নেতার বাধায় পণ্ড ভোক্তা অধিকারের অভিযান

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। গতকাল শুক্রবার দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগ দেন। পরে কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান।

ভোক্তা অধিকার অভিযান কার্যক্রমে বিএনপি নেতার বাধা। ছবি: আজকের পত্রিকা

ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাঁকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পরে তাঁরা দোকানটি খোলার চেষ্টা করলে বদরুদ্দোজা তাঁদের বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরনের কার্যক্রম চালানোয় বাধা দেন তিনি।

তবে ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকানঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আমি বিষয়টি প্রতিহত করি।’

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণের লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা