হোম > সারা দেশ > বরিশাল

এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি 

বরগুনা প্রতিনিধি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বরগুনা সওজের তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশে ফেরি ছেড়ে যাওয়ার কথা। খবর আসে, ভোটের প্রচারে যাবেন সংসদ সদস্য। তাঁর গাড়িবহর ঘাটে আসতে আসতে ৩০ মিনিট দেরি হওয়ায় বেলা আড়াইটায় ফেরি ছেড়ে যায়। 

হুমায়ুন কবির নামে ফেরির এক যাত্রী বলেন, ‘আজ (বুধবার) বেলা ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।’ 

ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ বলেন, ‘ফোন করে আমাকে বলা হয়েছে, এমপি সাহেব ঘাটে না যাওয়া পর্যন্ত ফেরি না ছাড়তে। তাঁর গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই।’ 

তিনি আরও বলেন, ‘এমপি সাহেব পার হবেন, তাঁর কথা তো শুনতেই হয়।’ 

এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা