হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় তিন চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে কলাপাড়া থানা-পুলিশ। রোববার থেকে অভিযান চালিয়ে বরিশাল, বরগুনা, পিরোজপুর ও আমতলী এলাকা থেকে তাঁদের আটক করে গতকাল সোমবার রাতে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার রাকিব খন্দকার ও তামিম মুসল্লি (২২), বরিশালের বানারীপাড়ার রুবেল হাওলাদার (৩৪), পিরোজপুরের স্বরূপকাঠির সোহেল শেখ (৩০) আর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মো. হাসান খান (২২)।

পুলিশ জানায়, ১১ জুন একটি মোটরসাইকেল চুরির খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। একদিন পর নীলগঞ্জ থেকে একটি মোটরসাইকেলসহ হাসানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলসহ আরও চারজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। সোমবার রাতে তাদের কলাপাড়া থানায় নিয়ে আসা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর