হোম > সারা দেশ > বরিশাল

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ করা হয়। একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) বিক্ষোভ করেছেন ছাত্ররা।

গত বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয়।

নথুল্লাবাদে ছাত্র-জনতা রাতে জড়ো হয়ে বিক্ষোভের একপর্যায়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। বক্তারা এ সময় রাজধানীর মিটফোর্ডে পাথর নিক্ষেপ করে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবি জানান।

এদিকে রাতে ববি ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। সেখানে ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করেন। ছাত্ররা এ সময় সন্ত্রাসীদের বিচার দাবি করেন।

ভোলায় বিক্ষোভ

ভোলা প্রতিনিধি জানান, ঢাকায় বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। আজ রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আজ রাত সাড়ে ৯টায় মিছিলটি ভোলা সদর উপজেলার খলিফাপট্টি মসজিদের সামনে থেকে শুরু হয়। রাত ১০টা পর্যন্ত সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ