ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ভাবনা বড়াল (৪৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মধ্য আওরাবুনিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ ভাবনা বড়াল ওই গ্রামের গোপাল বড়ালের স্ত্রী।
স্থানীয়রা জানান, মধ্য আওরাবুনিয়া গ্রামের গোপাল বড়ালের স্ত্রী ভাবনা বড়ালকে গতকাল বুধবার রাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে বাড়ির পাশের একটি কড়ইগাছের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনেরা খবর দিলে থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। ভাবনা বড়াল মানসিক রোগী ছিলেন। মাঝেমধ্যে তিনি আত্মহত্যার চেষ্টা করতেন বলে জানান স্থানীয়রা।
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ধারণা করা হচ্ছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। গত তিন দিন আগেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।