হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত মুজিবর রহমান খানের (৫০) বাড়ি বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। 

ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, গত ২৯ মার্চ বিকেল ৫টার দিকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে বেতাগী-কচুয়া ফেরিঘাট এলাকা থেকে মুজিবর রহমান খান অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যান। বাড়িতে ৩০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে মেয়েকে ধর্ষণ করেন। গতকাল রাতে মুজিবর তাঁর মেয়েকে ছেড়ে দিলে কাওছার হোসেন নামে এক ব্যক্তি মেয়েকে থানায় নিয়ে আসেন। তখন বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন তাঁর মেয়েকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে মুজিবর রহমানের বাড়ি গিয়ে ঘর থেকে মেয়ের পরিধানের জামাকাপড় উদ্ধার করেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা থানায় মামলা করেছেন। কাল শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত মুজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়