হোম > সারা দেশ > বরিশাল

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিল কলাপাড়ার হাবিবা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করে কলাপাড়ার কৃতি শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেছে কলাপাড়ার কৃতী শিক্ষার্থী উম্মে হাবিবা সুন্নাহ। সোমবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন শেষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বরিশাল অঞ্চলে ২০২৪ সালের শাপলা কাব অ্যাওয়ার্ডের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে এ সম্মাননা অর্জন করে হাবিবা।

হাবিবা কলাপাড়া উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। উম্মে হাবিবা সুন্নাহর বাবা আহসান হাবিব চুন্নু বরিশালে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং মা রাবেয়া সুলতানা রিপা একজন স্কুলশিক্ষিকা। তাদের গ্রামের বাড়ি লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাবিবার ভাষ্য, ‘এই অর্জন আমার পিতা-মাতা ও শিক্ষকদের অনুপ্রেরণার ফল। আমি বড় হয়ে একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই। সবার দোয়া চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা বলেন, ‘আমার বিদ্যালয় থেকে সুন্নাহ বরিশাল অঞ্চলে প্রথম হয়েছে—এটা আমাদের জন্য গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

২০২৪ সালে কলাপাড়া উপজেলার ২৭ জন শিক্ষার্থী শাপলা কাব এবং ১০ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নে উত্তীর্ণ হয়। ছবি: আজকের পত্রিকা

কলাপাড়া উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘২০২৪ সালে কলাপাড়া উপজেলার ২৭ জন শিক্ষার্থী শাপলা কাব এবং ১০ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। সুন্নাহ পুরো বরিশাল অঞ্চলে প্রথম হয়েছে। উপজেলা স্কাউটসের সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু