হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে মো. সালাউদ্দীন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সালাউদ্দীন দক্ষিণ বড় মোকামিয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে। তিনি বেতাগী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সালাউদ্দীন সন্ধ্যার দিকে মোকামিয়া লঞ্চঘাট এলাকায় যান। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় মুনসুর ব্যাপারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ড হয়। একপর্যায়ে মুনসুর ছুরি দিয়ে সালাউদ্দীনকে আঘাত করে পালিয়ে যান। 
পরে স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের জরুরি বিভাগের ডা. রওনক জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’ 

নিহত সালাউদ্দীনের চাচাতো ভাই মো. মাহাবুব আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মোকামিয়া লঞ্চঘাট এলাকায় গেলে মুনসুর আমার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর আগেও মুনসুর সালাউদ্দীনের বাবাকে মারধর করে।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।’

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল