হোম > সারা দেশ > বরিশাল

মেয়র সাদিকের ‘খলিফা’ মান্নার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কারাবন্দী রইজ আহমেদ মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, তথ্যে গরমিল ও সশরীরে মনোনয়নপত্র দাখিল না করায় আজ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

জানা গেছে, মান্না সিটি মেয়র সাদিক আবদুল্লাহর আলোচিত ছয় খলিফার অন্যতম। নৌকা প্রতীকের তিন কর্মীকে কুপিয়ে জখম করার মামলায় গত রোববার গভীররাতে ১৩ সহযোগীসহ গ্রেপ্তার হন তিনি। পরদিন সোমবার মহানগর ছাত্রলীগের কমিটির বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মান্না ও তাঁর সহযোগীরা বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মঙ্গলবার মান্নার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর বাবা আব্দুল কাদের হাওলাদার। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মান্নাসহ একই ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজীবের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তাঁরা দুজন মান্নার অনুসারী বলে জানা গেছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচনী প্রচারে নেই সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তাঁর অনুসারীরা। খোকন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা। এ নিয়ে বরিশাল আওয়ামী লীগের দুই পক্ষে প্রকাশ্যে বিরোধ চলছে। এরই জের ধরে সাদিক অনুসারী ছাত্রলীগ নেতা মান্না রোববার রাত ৮টার দিকে নৌকার তিন কর্মীকে কুপিয়ে জখম করে।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা