হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় স্ত্রীর মারধরে হাসপাতালে ভর্তি স্বামী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্ত্রীর নির্যাতনের শিকার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। স্বামী আশীষ হালদার অভিযোগ করেছেন, স্ত্রী সীমা তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। 

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতারমাঠ গ্রামের সুধীর হালদারের ছেলে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কালারবাড়ী গ্রামের শখা নাথ হালদারের মেয়ে সীমা রানী হালদারকে আড়াই বছর আগে প্রেম করে বিয়ে করেন। ঢাকায় তাঁদের বিয়ে হয়। আড়াই বছর আগে তাঁদের বিয়ে হলেও তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি বলে দাবি আশীষ হালদারের। 

আশীষ হালদার বলেন, বিয়ের পর থেকেই সীমা হালদার বিভিন্ন সময় নগদ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেন। গত ৩০ ডিসেম্বর রাতে আশীষ হালদার ঢাকা থেকে এসে রাতে ঘুমাতে একসঙ্গে ঘুমাতে যান। ঘনিষ্ঠ হতে চাইলে স্ত্রী আপত্তি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আশীষ হালদারের স্পর্শকাতর স্থানে লাথি মারেন এবং হাতের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করেন সীমা। আশীষের চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

উপজেলা হাসপাতালের বেডে চিকিৎসাধীন আশীষ হালদার ঘটনার বর্ণনায় আরও বলেন, ‘আড়াই বছর পূর্বে বিয়ে হলেও আমাদের আজও কোনো দৈহিক সম্পর্ক হয়নি। আমার স্ত্রী আমরা সঙ্গে সংসার করবে না বলে ১০ লাখ টাকা দাবি করে আসছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে সীমা রানী হালদার ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আশীষকে ঢাকায় বসে ৫ মিনিট দেখে বিয়ে করেছি। তাকে আমার পছন্দ হয়নি। সে ঢাকা থেকে এসেই আমার গায়ে হাত দিয়েছে। এ জন্য আমি তাকে লাথি মেরেছি।’

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর