হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

প্রতিনিধি

ভোলা: চরফ্যাশনে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছেন। আজ সোমবার উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের আলাউদ্দিন (৫০)।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ও শশীভূষণ থানার ওসি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। শাহে আলম কৃষক এবং আলাউদ্দিন ট্রাক্টর চালক ছিলেন বলে জানা গেছে।

আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম জানান, আজ দুপুরে আয়েশাবাগ এলাকায় শিমুল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বজ্রাহত হন আলাউদ্দিন। তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।

অপরদিকে হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাঁধ এলাকায় কৃষক শাহে আলম ধান আনতে মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চরফ্যাশনের ইউএনও মো. রুহুল আমিন মৃত্যুর খবর নিশ্চত করে বলেন, দুই পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, গত কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের পর আজ দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি হয়। বজ্রপাতে চরফ্যাশনের দুই ইউনিয়েনের দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ