হোম > সারা দেশ > বরিশাল

ভারতের পার্লামেন্টে আমাদের দেশ নিয়ে আলোচনা কেন: প্রশ্ন চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাইতে দলের গণজমায়েতে চরমোনাই পীর। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমাদের দেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক। তাদের ভালোমন্দ আমরা দেখব। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে কেন আলোচনা হবে? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?’

চরমোনাইতে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েতে চরমোনাই পীর এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে সব দলকে জাতীয় ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ এ সময় তিনি ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

গণজমায়েতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যারা দখলবাজি করছে, তারা আধা পাগল। তাদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হাসপাতাল তৈরি করা জরুরি। এসব রাজনীতিবিদ সুস্থ হলেই দেশটাকে কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ লতিফ প্রমুখ।

আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই গণজমায়েত শেষ হবে। সকাল সাড়ে ৮টায় মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। লাখো মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আয়োজকেরা মনে করছেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা