হোম > সারা দেশ > বরিশাল

ভারতের পার্লামেন্টে আমাদের দেশ নিয়ে আলোচনা কেন: প্রশ্ন চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাইতে দলের গণজমায়েতে চরমোনাই পীর। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘আমাদের দেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক। তাদের ভালোমন্দ আমরা দেখব। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে কেন আলোচনা হবে? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?’

চরমোনাইতে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজ শুক্রবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েতে চরমোনাই পীর এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে সব দলকে জাতীয় ঐক্য গড়ে তুলে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ এ সময় তিনি ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

গণজমায়েতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যারা দখলবাজি করছে, তারা আধা পাগল। তাদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হাসপাতাল তৈরি করা জরুরি। এসব রাজনীতিবিদ সুস্থ হলেই দেশটাকে কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বরকত উল্লাহ লতিফ প্রমুখ।

আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে এই গণজমায়েত শেষ হবে। সকাল সাড়ে ৮টায় মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। লাখো মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আয়োজকেরা মনে করছেন।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন