হোম > সারা দেশ > ঝালকাঠি

২১ কবরের দাবিদার ৩৫ জন

আল-আমিন রাজু, বরগুনা থেকে

বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ ভয়াবহ আগুনে মারা যাওয়া ২৩ জনকে বরগুনা সদরের পোটকাখালিতে দাফন করা হয়েছে। প্রতিটি কবরের সামনে নাম ফলকের বদলে পরিচয় হিসেবে ঝোলানো হয়েছে কয়েক সংখ্যার কোড নম্বর। আগুনের ঘটনার রাত পর্যন্ত যাদের প্রত্যেকেরই ছিলো নাম, পরিচয়, পেশা ও পরিবার। 

মাঝ নদীতে আগুনের লেলিহানের আগ্নেয় গিরীতে রুপ নেওয়া অভিযান-১০ থেকে উদ্ধার ৪৩ জনের মধ্যে ২৩ জনেরই পরিচয় মিলেনি। আগুনে ঝলসে যাওয়া সনাক্তের কোনো উপায় না থাকায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কোড নম্বর। 

অজ্ঞাত হিসেবে দাফন হওয়া ২১ কবরে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আর এতে আবেদন করেছেন ৩৫ জন। 

সোমবার সকাল ১০টা থেকে একে একে হাজির হন বরগুনা সার্কিট হাউজ মাঠে। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় বরগুনা সদর হাসপাতালে। নমুনা পরীক্ষার আবেদনে প্রথমে ৩১ জন আবেদন করলেও দুপুরের পরে আরও চারজন যোগ হয়। 

নিখোঁজ স্বজনের শেষ স্মৃতি চিহ্নটুকু পেতে হাসপাতালে এসেছেন অনেকে। কেউ হারিয়েছেন পরিবারের চারজন, কেউ তিনজন। আবার কেউ হারিয়েছেন আয়ের প্রধান সম্বল স্বামীকে। বরগুনা সদর হাসপাতালে আসা প্রতিটি স্বজনেরই একটাই চাওয়া খালি হাতে তারা যেতে চান না। জীবিত না হোক অন্তত মৃত দেহটা যেনো বুঝে পান। 

নমুনা পরীক্ষার আবেদনের তালিকা তৈরির দায়িত্ব প্রাপ্ত সিআইডির কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা জেলা প্রশাসনের কাছে আবেদন করতে পারবেন। কিছু তথ্য জমা দিলেই আমরা তাঁদের নমুনা সংগ্রহ করবো। 

দুপুর ১টা থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা থাকলেও সেই কার্যক্রম শুরু হয় বিকাল ৫টার পরে। বরগুনা হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাত ৮টা পর্যন্ত সংগ্রহের কাজ চলবে। আগামীকাল আবারও এ কার্যক্রম চলমান থাকবে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা