পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ বুধবার সকাল ৮টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে। আর সেলিম একই এলাকার তানজের তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচজন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিল। এ সময় ঘুটবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন নামের বাসটি ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।’