হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পচাগলা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রিবনা শাহারিনের (২০) লাশ উদ্ধার করেছে বন্দর থানার পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দবাজার এলাকার মোল্লা ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। রিবনার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে বলে জানা গেছে।

পরিবারের তথ্যমতে, কদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ওই ছাত্রীর যোগাযোগ ছিল না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক খোরশেদ আলম বলেন, পারিপার্শিক অবস্থা দেখে মনে হচ্ছে দুই-এক দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশটি ফুলে পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। রাত ৯টার দিকে বিমানবন্দর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

খোরশেদ আলম বলেন, দুই দিন ধরে কোনো যোগাযোগ করতে না পেরে ওই ছাত্রীর মা ও ভাই এসে হোস্টেলে খোঁজ নেন। রিবনা একাই হোস্টেলের চতুর্থ তলার একটি কক্ষে থাকতেন। তাঁর মা বলেছেন, রিবনা অন্যদের সঙ্গে কম মিশতেন, একা একা থাকতেন। বুধবার রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেছেন।

বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মূল কারণ জানা যাবে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর