হোম > সারা দেশ > বরিশাল

গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, আহত ৫ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় গ্রীন লাইনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বার্থী ইউনিয়ন এলাকায় পৌঁছালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসযাত্রী মো. হেদায়েতুল ইসলাম, শারমিন সুলতানাসহ একাধিক যাত্রী জানান, হঠাৎ বাসটির পেছনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। এ সময় বাস থেকে নামার হুড়োহুড়িতে পাঁচ যাত্রী আহত হয়। তবে গাড়ির যাত্রীরা তাদের কোনো মালামাল নিয়ে আসতে পারেনি। মালামালসহ বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এদিকে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ বলেছে, বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বাসের আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বরিশালের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাস গতকাল বার্থী ইউনিয়ন এলাকায় পৌঁছায়। এ সময় আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নিতে পারেনি। এতে পাঁচ যাত্রী আহত হয়।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর