হোম > সারা দেশ > বরিশাল

গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, আহত ৫ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় গ্রীন লাইনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বার্থী ইউনিয়ন এলাকায় পৌঁছালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসযাত্রী মো. হেদায়েতুল ইসলাম, শারমিন সুলতানাসহ একাধিক যাত্রী জানান, হঠাৎ বাসটির পেছনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। এ সময় বাস থেকে নামার হুড়োহুড়িতে পাঁচ যাত্রী আহত হয়। তবে গাড়ির যাত্রীরা তাদের কোনো মালামাল নিয়ে আসতে পারেনি। মালামালসহ বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এদিকে গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ বলেছে, বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বাসের আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বরিশালের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাস গতকাল বার্থী ইউনিয়ন এলাকায় পৌঁছায়। এ সময় আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নিতে পারেনি। এতে পাঁচ যাত্রী আহত হয়।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫