হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাস দিঘিতে, নিহত ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. শুভ মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারপর নিয়ন্ত্রণ হারানো বাসটি পাশের দিঘিতে পড়লে আহত হন অন্তত ১০ যাত্রী। উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দিঘির পাশে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। 

মো. শুভ মিয়া গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ছিলেন। তিনি গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার সাবেক কমিশনার গোলাম মোর্শেদ পান্না মিয়ার ছেলে। গুরুতর আহত দুই বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে বাস থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এনা পরিবহনের বাসটি বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দিঘির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে মটরসাইকেল আরোহী মো. শুভ মিয়াকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাসটি তারপর পাশের দিঘিতে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দুই বাস যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গৌরনদী হাইওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে দিঘি থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ চলাকালীন হাইওয়ে মহাসড়ক দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গাড়ির জটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১১টার পরে উদ্ধারকাজ শেষ হলে বাস চলাচল স্বাভাবিক হয়।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর