হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে এসএসসি পরীক্ষাকেন্দ্রে বৃষ্টির পানি, ক্ষুব্ধ অভিভাবকেরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা চলাকালে আজ সোমবার হঠাৎ কালবৈশাখীতে বরিশাল জিলা স্কুলকেন্দ্রের কয়েকটি কক্ষে বৃষ্টির পানি ঢোকে। কক্ষগুলোতে জানালার গ্লাস না থাকায় বৃষ্টির পানি ঢুকে খাতা ও প্রশ্নপত্র আংশিক ভিজে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এতে পরীক্ষায় বিঘ্ন ঘটেছে বলে জানান অভিভাবকেরা।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে দমকা হাওয়া ও বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। এ সময় গণিত পরীক্ষা চলছিল। বরিশাল জিলা স্কুলকেন্দ্রের ১১০,১১১, ১১২ নম্বর কক্ষে হঠাৎ বৃষ্টির পানি ঢুকে পড়ে। এর কারণ জানালার গ্লাস নেই। আবার কোনো কোনোটায় নেই কপাটও।

পরীক্ষার্থীরা বলছে, বৃষ্টির পানির ঝাপটায় বেঞ্চ ও টেবিল ভিজে যাওয়ায় তাদের খাতাপত্র ও প্রশ্নপত্র আংশিক ভিজে গেছে। ১০ থেকে ১৫ মিনিট চলা এই অবস্থায় পরীক্ষায় বিঘ্ন ঘটে। এ সময় ওই সব কক্ষের পরীক্ষার্থীরা সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানায়। কিন্তু কক্ষ পরিদর্শক তাতে ভ্রুক্ষেপই করেননি।

পরীক্ষা শেষে একাধিক অভিভাবক অভিযোগ করেন, কক্ষে জানালার গ্লাস নেই। পরীক্ষা নেওয়ার আগে এসব কক্ষ প্রস্তুত করা উচিত ছিল। কেন্দ্র কর্তৃপক্ষের গাফিলতিতে পরীক্ষার্থীরা যে প্রশ্ন পারে, তারও উত্তর দিতে পারেনি সময়ের অভাবে। ওই কেন্দ্রে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও অক্সফোর্ড মিশন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব অনিতা রানী হালদার আজকের পত্রিকাকে বলেন, কিছু জানালার গ্লাস ভেঙে গেছে। খাতাপত্রে কোনো বৃষ্টির ফোঁটা পড়েনি। তিনি বলেন, অভিভাবকেরা বাহির থেকে কত কথাই তো বলবেন। পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়ার দাবি করা প্রসঙ্গে তিনি বলেন, কক্ষ পরিদর্শকেরা এ বিষয় তাঁকে জানায়ইনি। সময় বাড়িয়ে দেওয়ার তারাই বা কে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, জিলা স্কুলকেন্দ্রের সচিবের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি (কেন্দ্রসচিব) বলেছেন, ঝড়ে কোনো সমস্যা হয়নি। বৃষ্টির সময় বেঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে। খাতা কিংবা প্রশ্নপত্র ভিজে যাওয়ার তথ্য সঠিক নয়।

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী