হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে করোনা ইউনিট চালু, পিসিআর ল্যাব বন্ধে হচ্ছে না পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবও বন্ধ রয়েছে, এমনকি সেটি সচল কি না তা-ও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার জানান, পিসিআর ল্যাব চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে টেকনিক্যালপারসন পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, মানসিক ওয়ার্ডে চালু হওয়া করোনা ইউনিটে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী চিকিৎসা নিতে পারবেন। তবে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি। এর মধ্যে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সদর হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সাল থেকে ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে যন্ত্রপাতি সচল আছে কি না তা না চালিয়ে বলা সম্ভব নয়। এ ছাড়া কিটসংকটের পাশাপাশি ল্যাবে নেই টেকনিশিয়ান ও নমুনা সংগ্রহকারীর পর্যাপ্ততা। এসব সমস্যা সমাধান না করে ল্যাব চালু সম্ভব নয়।

প্রসঙ্গত, করোনা পরীক্ষার জন্য ২০২০ সালের এপ্রিলে চালু হয়েছিল বরিশালের পিসিআর ল্যাব। তখন প্রতিদিন ২০০টির বেশি নমুনা পরীক্ষা করা হতো।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ