হোম > সারা দেশ > বরিশাল

নিজ বাড়ির পুকুর থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, নিহত আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। এ ছাড়া আবু জাফর একাধারে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল রোববার ৯টার দিকে বাসা থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, গতকাল রোববার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাই ইলিয়াসের সঙ্গে ঝগড়া হয়। রাত ৯টার দিকে থানায় যাবে বলে বাসা থেকে বের হন তিনি। রাতে বাড়ি ফিরে না আসাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাতে নিজ বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। ঘটনার পরপরই ইলিয়াস গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নীল রতন কুন্ডু নিলয় জানান, আবু জাফর প্রদীপ ‘দৈনিক সরেজমিন বার্তার’ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের তথ্যমতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, নিহতের পরিবারের তথ্যমতে জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা