বান্দরবানে ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সন্দেহে আরও দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন সদর উপজেলার ৪ নম্বর সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুকপাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ আজকের পত্রিকাকে বলেন, থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে জেলার রুমা ও থানচিতে দুটি ব্যাংকে ডাকাতি ও হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় থানায় ৯টি মামলা হয়। অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ২০ নারীসহ ৭৩ জনকে আটক করেছে। এর মধ্যে আদালতের মাধ্যমে মোট ৬৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।