হোম > সারা দেশ > বাগেরহাট

দুর্গতদের খোঁজখবর নিতে শরণখোলা বেড়িবাঁধে এমপি

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝুঁকির মধ্যে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শরণখোলায় অবস্থান করছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন। 

আজ সোমাবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের খোঁজখবর নেন এবং স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। পরে সন্ধ্যার আগ মুহূর্তে রায়েন্দা ফেরিঘাট এলাকার বেড়িবাঁধে যান প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। সেখানে বাঁধের পাশে থাকা মানুষের খোঁজখবর নেন। দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। নিজের গাড়ির মাইকে নিজেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। 

রায়েন্দা ফেরিঘাট এলাকার আব্দুল মালেক বলেন, ‘ভাবছিলাম মরি–বাঁচি, নিজের ঘরে থাকব। কিন্তু এমপি সাহেব এসে কাদার মধ্যে হেটে আমাদের যেভাবে বুঝিয়ে বললেন, এভাবে কেউ কোনদিন বলেনি। সন্ধ্যার পরেই আমরা আশ্রয়ন কেন্দ্রে যাব।’ 

নাসিমা বেগম বলেন, ‘ঝড় বন্যায় এমপি বাড়িতে আয় তা আগে কোনো সময় দেখিনি। খুবই খুশি হয়েছি, ঝড়বন্যা আল্লাহর হাতে, তারপরেও এমপি বাড়িতে আইছে, এজন্য আমরা খুব খুশি।’ 

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, ‘ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর থেকে স্থানীয় জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। ঝড়ে সাধারণ মানুষরা খুবই ভীত সন্ত্রস্ত ও সিদ্ধান্তহীনতায় ভোগেন। তাই ঝুঁকির মধ্যে থাকা মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে শরণখোলার বেশিরভাগ এলাকায় গেছি। নিজে মাইকিং করে তাঁদের যাওয়ার জন্য অনুরোধ করেছি। উপজেলা প্রশাসনকে আশ্রয় কেন্দ্রগুলোতে সব ধরনের সুবিধা রাখতে বলা হয়েছে।’ 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’