বাগেরহাটে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার সকালে সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ এর সদস্যরা তাঁদের আটক করে।
এ সময় আটকদের কাছ থেকে ৫৬০টি ইয়াবা ও ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটকদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আটকরা হলেন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার মো. কামরুজ্জামান শেখ (৪৫) ও মো. মিরান শেখ (২৫)।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. কামরুজ্জামান শেখ (৪৫) ও মো. মিরান শেখকে (২৫) আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাট থানায় সোপর্দ করা হবে।