হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার ওই পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় নাঈম শেখ নামের এক যুবকসহ তাঁর বাবা ও ভাইকে আসামি করা হয়েছে। পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার হিজলা ইউনিয়নের চরলাটিমা গ্রামের অপহৃত মেয়েটি বড়বাড়িয়া জনাব আলী ফকির বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল। স্কুলে যাওয়া-আসার পথে বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মো. হাই শেখের ছেলে নাঈম শেখ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৩ মে রাত সাড়ে ৭টার দিকে চরলাটিমা গ্রামের বাড়ি থেকে মেয়েটিকে নাঈম শেখ ও তাঁর সহযোগীরা অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাঈম শেখ, তার বড় ভাই শিবলী শেখ ও বাবা মো. হাই শেখকে আসামি করে চিতলমারী থানায় অপহরণ মামলা করেছেন।

তবে নাঈম শেখের পরিবারের পক্ষ থেকে এটিকে প্রেমঘটিত ঘটনা বলে দাবি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ অপহৃতকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘ঘটনার পর থেকে থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমার দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তার করব।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’