হোম > সারা দেশ > বাগেরহাট

নিষেধাজ্ঞা না মেনে সুন্দরবনে মাছ শিকার, ১৪ জেলে গ্রেপ্তার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৪ জন জেলেকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। এ সময় তিনটি জাল ও দুই বোতল কীটনাশক জব্দ করা হয়েছে।

আজ সকালে জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে দুবলার চরের মাঝের কিল্লা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় জেলেদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন—বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান (৩৫), বড় আন্ধারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. সাত্তার (৫০) ও পাটরপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। বর্তমানে সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা