হোম > সারা দেশ > বাগেরহাট

‘গেছিলাম পোনা ধরতে, ঢেউয়ে টিকতে না পেরে ফিরে দেখি বাড়িঘর তলিয়ে গেছে’

প্রতিনিধি

রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মোংলা বন্দরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আজ বুধবারের দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগর, চিলা, কলাতলা, সুন্দরতলা ও জয়মনির বাড়ি, ঘর, পুকুর পানিতে তলিয়ে গেছে। তবে অনেক জেলে স্বাভাবিক সময়ের মতোই মাছ ধরছেন ঢেউয়ে উত্তাল নদীতে। তলিয়ে গেছে অনেকের বাড়িঘর। মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে যেতেও অনীহা স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, বাড়িঘর পানিতে তলিয়ে গেলেও ঘরের মালামালের ক্ষতির আশঙ্কায় কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। নারী, পুরুষ ও বৃদ্ধারা মিলে বাড়িঘরের মালামাল সরাচ্ছেন। আবার অনেকেই এখনো উত্তাল নদীতে মাছ ধরছেন।

চিলা বাজারের বাসিন্দা নির্মল চন্দ্র বলেন, পানি বাড়ার আগে আজ সকালে নদীতে গিয়েছিলাম পোনা ধরতে। প্রায় এক শ পোনা পেয়েছি। পরে বাতাস আর ঢেউয়ে টিকতে না পেরে দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখি বাড়িঘর সব তলিয়ে গেছে। রান্নাবান্না বন্ধ, খাব কী? আশ্রয়কেন্দ্রে যাব না। কারণ সেখানে গেলে জাল, নৌকা ও ঘরের মালামালের ক্ষতি হয়ে যাবে। তাই হাঁটু পানিতে ঘরের মধ্যেই আছি, দেখি কী হয়।

১০ বছর বয়সের শিশু তমাকে দেখা গেছে বাড়িঘরের মালামাল সরিয়ে উঁচু স্থানে সরাচ্ছে। জানতে চাইলি শিশুটি বলে, বাড়িতে পানি উঠছে। তাই মাল জিনিস সরাচ্ছি। বাবা ও মা তো বাড়িতে নেই। তাঁরা নদীতে মাছ ধরতে গেছে। আমি আর আমার ছোট তিন ভাই বোন বাড়িতে আছি।

দুর্যোগের সময়েও পশুর নদীতে জেলেদের মাছ ধরতে যাওয়ার বিষয়ে বাগেরহাটের ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এটা দেখার দায়িত্ব কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের। মোংলার ইউএনও কমলেশ মজুমদার বলেন, জেলেদের আধা ঘণ্টার মধ্যে নদী থেকে উঠে আসার জন্য খবর পাঠিয়েছি। এছাড়া যেসব বাড়িঘর পানিতে তলিয়ে গেছে তাঁদের জন্য এক হাজার প্যাকেট খাবার প্রস্তুত করা হচ্ছে।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা