হোম > সারা দেশ > বাগেরহাট

প্রায় ৯ মাস পর মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান জাহাজ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রায় ৯ মাস পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পণ্যবাহী একটি জাহাজ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রাশিয়ান পতাকাবাহী এমভি কামিল্লা বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে। 

মোংলা বন্দর সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ অক্টোবর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে এই বন্দরে এসেছিল রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি ফেসকো আলিস। পরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে এই বন্দরে রাশিয়ান জাহাজের আগমন সাময়িকভাবে বন্ধ ছিল। 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের মালিক হোসাইন মোহাম্মদ দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। জাহাজটিতে ১৩ জন নাবিক রয়েছেন। গতকাল বিকেলে জাহাজটি বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করেছে। সন্ধ্যা থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়েছে। এরপর এই পণ্য সড়কপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, গতকাল বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩ হাজার ৩২৮ দশমিক ২৩৭ টন মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভিড়েছে। আমাদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই নিয়মানুযায়ী মোংলা বন্দরে এসব পণ্য আসছে। 

চেয়ারম্যান আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি ছিল। তবে রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক ভালো হওয়ায় এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে। 

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের