হোম > সারা দেশ > বাগেরহাট

খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী

বাগেরহাট প্রতিনিধি

নানা বাধাবিপত্তি উপেক্ষা করে খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। আজ শনিবার সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন উপজেলার পক্ষ থেকে মিছিলসহ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে।

খুলনা বিভাগীয় এই গণসমাবেশে বাগেরহাটের অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা বলেন, ‘সরকারের অত্যাচার থেকে বাঁচতে মানুষ এই গণসমাবেশে অংশ নিয়েছে। স্রোতের মতো মানুষ এসেছে খুলনায়। আমরাও এসেছি বাগেরহাট থেকে। প্রচণ্ড রোদে বেশির ভাগ নেতা-কর্মী তৃষ্ণার্ত, তাই আমরা অর্ধলক্ষ নেতা-কর্মীর জন্য খাওয়ার পানির ব্যবস্থা করেছি। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেতা-কর্মীদের কাছে পানি সরবরাহ করছেন।’

বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা রাসেল মোল্লা বলেন, ‘বাগেরহাটের প্রতিটি জেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে এসেছেন। প্রাণের টানে এসেছি, বাধা দিয়ে আর কতজনকে ঘরে রাখা যায়! জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিকেরা সমাবেশে এসেছে।’

বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, ‘যখন গণজোয়ার আসে, তখন আর মানুষকে বাধা দিয়ে রাখা যায় না। বৃহস্পতিবার থেকে আমাদের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছিল। এমনকি মারধরও করেছে অনেককে। তার পরও বাগেরহাট থেকে ২০ হাজারের বেশি নেতা-কর্মী সমাবেশে এসেছেন। এই সমাবেশই প্রমাণ করে বিএনপি জনগণের দল, আগামীতে বিএনপিই দেশ শাসন করবে।’

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা