হোম > সারা দেশ > বাগেরহাট

ননদ-ভাবির দ্বন্দ্বে ক্লিনিকে তালা

বাগেরহাট প্রতিনিধি

পারিবারিক বিরোধের জেরে বিষখালী কমিউনিটি ক্লিনিকে তালা দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বিষখালী কমিউনিটি ক্লিনিকে তালা দিয়েছেন দীপা বালা দাস (৪০) নামের এক নারী। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এতে ক্লিনিকের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।

জানা গেছে, ২০১৫ সালে উপজেলার বিষখালী এলাকায় সিএইচসিপি সোমা রানী দাসের বাবা মৃত সুনীল কুমার দাসের জমিতে বিষখালী কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। তখন সুনীল কুমার দাসের ছোট ছেলে জগবন্ধু দাস ক্লিনিকের অনুকূলে দলিল করে দেন। এত দিন সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু গত জানুয়ারি মাস থেকে জগবন্ধুর মেজ ভাই বাদল দাস ও তাঁর স্ত্রী দীপা বালা দাস ক্লিনিকের জমি দাবি করতে থাকেন। সোমা রানী দাসকে ক্লিনিকে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন।

এদিকে ১১ ফেব্রুয়ারি দীপা বালা দাস কমিউনিটি ক্লিনিকে এসে ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সোমা রানী দাসকে গালমন্দ করেন। তাঁকে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। এসব কারণে ওই সিএইচসিপি নিয়মিত ক্লিনিকে আসতে পারেন না।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকের প্রধান গেটে এবং ভবনের দরজায় তালা লাগানো। ভবন থেকে কয়েক শ গজ দূরে একটি কাঠের বেঞ্চে বসে ক্লিনিক খোলার জন্য অপেক্ষা করছেন সুইটি বেগম নামের এক নারী। তিনি বলেন, প্রায় দেড় কিলোমিটার হেঁটে ১০টার দিকে এসেছি। এখনো ক্লিনিক খোলেনি। অপেক্ষায় আছি ডাক্তারের (সিএইচসিপি)।

জানতে চাইলে সোমা রানী দাস বলেন, ‘আমার ছোট ভাই জগবন্ধু ক্লিনিকের অনুকূলে জমি দলিল করে দিয়েছে। মেজ ভাই বাদল দাস ও তার স্ত্রী যদি জমি পায়, তাহলে আমার বাবার আরও জমি আছে, আমিও বাবার জমি পাব, আমার মা পাবেন, আমার বড় ভাই পাবেন। সেই জমি আমার মেজ ভাইকে দেব। কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে হয়রানি করা। আমাকে মেরে হাত-পা ভেঙে দেওয়া। আমার ভাইয়ের স্ত্রী ক্লিনিকে এসে আমাকে মারধর করার চেষ্টা করে। লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে আমাকে মারার জন্য। এসব কারণে আমি গত দুই সপ্তাহ নিয়মিত ক্লিনিকে যেতে পারছি না। বিষয়টি নিয়ে এলাকাবাসী সমাধান করার চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। আমি শান্তিতে চাকরি করতে চাই।’

পারিবারিক বিরোধের জেরে বিষখালী কমিউনিটি ক্লিনিকে তালা দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের নিয়ে গঠিত কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি সাধন চক্রবর্তী বলেন, ‘দীপা বালা দাস ক্লিনিকে তালা দিয়েছেন। সিএইচসিপি সোমা রানী দাসকে মারধরেরও চেষ্টা করেছেন। বিষয়টি আমরা পুলিশ এবং স্বাস্থ্য ও উপজেলা পরিবারের পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি; কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।

এসব বিষয়ে জানতে দীপা বালা দাস ও তাঁর স্বামী বাদল দাসকে ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম বলেন, ‘বিষখালী ক্লিনিকের জটিলতার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে গঠিত কমিউনিটি ক্লিনিক পরিচালনার যে কমিটি রয়েছে, তাদের দীপা বালা দাসকে সামাজিকভাবে প্রতিহত করতে বলা হয়েছে। পুরো বিষয়টি পারিবারিক। এসব কারণে সিএইচসিপিকে আদালতে মামলা দিতে বলা হয়েছে। তিনি মামলা দিলে আমরা তাঁকে সহযোগিতা করব।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’