হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩৪ জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে একটি কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের গেটের সামনে জড়ো হন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়া কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, এবার ফকিরহাটে এইচএসসি, দাখিল ও কারিগরি শাখা মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮০ জন। তবে প্রথম দিন যশোর বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মজিদ প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় পাঁচ কেন্দ্রে মোট ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার প্রাচীনতম কাজি আজহার আলি কলেজে ৭৫০ জন, সরকারি ফকিরহাট মহিলা কলেজে এইচএসসি ২৮২ জন ও কারিগরি শাখায় ২৩৪ জন, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৯৪ জন ও আলহেরা মাদ্রাসায় আলিম কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার্থীরা বোর্ডের স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সাবান পানিতে হাত ধুয়ে ও মাস্ক পরে প্রবেশ করছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা।

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা