হোম > সারা দেশ > বাগেরহাট

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস: মোংলা যুব মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মোংলা বন্দর পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। 

বহিষ্কৃতরা হলেন মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না এবং পৌর যুব মহিলা লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। 

এই দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মোংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মোংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তাঁর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। উল্লিখিত পোস্টে মোংলা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি শিউলি আকন উৎসাহমূলক ও তামাশামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন। এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার এবং তাঁদের দলীয় সদস্যপদ বাতিল করা হলো।

এই বহিষ্কারাদেশ বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তিনি আরও বলেন, ‘মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটূক্তি ও উপহাস দুঃখজনক। আমি জেলা ও বিভাগীয় পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করব, যাতে করে আমার যুব মহিলা লীগের ভেতরে কোনো নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে কেউ সাহস না পায়।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’