হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায়  আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু  করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন কাজে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। তারপর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত  হয়।  তবে সন্ধ্যা  হওয়ায় আগুন নেভানোর কার্যক্রম শুরু না করেই ফিরে যান তারা। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভানোর কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যান।  গতকাল সন্ধ্যা হওয়ায় আমরা কার্যক্রম শুরু করতে পারি নাই। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে তৈরি আছে। তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ  শুরু করছে। নৌবাহিনী, বন বিভাগ, পুলিশসহ স্থানীয় প্রশাসন আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আরও পড়ুন: 

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক