হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলায় চুরি যাওয়া মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় চুরি যাওয়া মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রাম থেকে জবাই করা মহিষটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িতরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে।

খুড়িয়াখালী গ্রামের গ্রামপুলিশ আবদুস সালামের ছেলে রাজু সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে তাদের গোয়ালঘর থেকে একটি মহিষ চুরি হয়। রাতেই মহিষ খুঁজতে গিয়ে গ্রামের আলাল তালুকদারের বাড়ির বাগানে এলাকার প্রভাবশালী চক্রের কয়েকজনকে মহিষ জবাই করে মাংস ভাগ করতে দেখা যায়। 

বিষয়টি তাৎক্ষণিক থানা–পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্র মাংস, চামড়া ও দুটি মোটরসাইকেল ফেলে রেখে সটকে পড়ে। পরে পুলিশ মাংস ও মোটরসাইকেল দুটি থানায় নেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, মহিষ চুরির খবর পেয়ে রাতেই খুড়িয়াখালী গ্রাম থেকে জবাই করা মহিষের মাংস ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়। মাংস বিক্রির জন্য মহিষের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এর আগে গত রোববার রাতে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে গোয়াল থেকে একটি গাভি চুরি করে অজ্ঞাত চোরেরা জবাই করে মাথা ও চামড়া মাঠে ফেলে রেখে মাংস নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন