হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা পৌর এলাকায় সব ওয়ার্ডে মানা হচ্ছে না কঠোর বিধিনিষেধ

প্রতিনিধি

মোংলা (বাগেরহাট): করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার পৌর এলাকায় প্রশাসন কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। তবে সব ওয়ার্ডে এ বিধিনিষেধ মানা হচ্ছে না। উপজেলার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে ঢিলেঢালা লকডাউন চলছে। আবার উপজেলার ৬টি ইউনিয়নে জনগণের মধ্যে এ বিধিনিষেধ মানার বালাই নেই। প্রশাসন কর্তৃক কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে সরেজমিনে মোংলা পৌর এলাকা ঘুর এ চিত্র দেখা যায়।

মোংলা পৌরসভা সূত্রে জানা যায়, মোংলা পৌর এলাকায় ৯টি ওয়ার্ডের মধ্যে একটি অর্থাৎ ৪ নম্বর ওয়ার্ডটি নদীর উত্তর পাশে। পৌরসভার মূল শহর মোংলা নদীর দক্ষিণ পাশে। একদিকে যোগাযোগের সমস্যা অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডে বন্দর, ইপিজেডসহ বিভিন্ন শিল্প কলকারখানা। সেখানে বিধিনিষেধ ছাড়াই পুরোদমে কাজ কর্ম চলছে। চলছে বাসসহ অন্যান্য যানবাহনও। তাই ৪ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অরক্ষিতও। বন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকায় নৌপথে দেশের বিভিন্ন নদী বন্দরে নৌযানে করে মালামাল পরিবহন চলছে। পরিবহনের স্টাফরাও মোংলাসহ বিভিন্ন জায়গায় অবাধে চলাচল করছে। মোংলা দিয়ে ভারতেও কার্গো কোস্টারের যাতায়াত রয়েছে। ভারতগামী নৌযানের স্টাফরাও করোনা পরীক্ষা ছাড়াই মোংলায় অবস্থান ও চলাফেরা করে আসছে।

তবে মোংলা পৌর এলাকার বাকি ৮টি ওয়ার্ডে চলছে কঠোর করোনা বিধিনিষেধ। সকাল থেকে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা পৌর শহরে প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়েছে। বিনা প্রয়োজনে কোন গাড়ি এবং লোকজন ঢুকতে দেওয়া হচ্ছে না। কাঁচা বাজার, মুদি বাজার, মাছ, মাংস বাদে বাকি সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকালে বাজারগুলোতে নারী-পুরুষের ভিড় দেখা গেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের বেশির ভাগেরই মাস্ক ছিল না।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ একেএম হুমায়ূন কবির বলেন, মোংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছে। আইইডিসিআর এর খুলনার প্রতিনিধিদল গত দুইদিন (২৯ ও ৩০ মে) মোংলা এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছেন। মোংলায় ভারত থেকে আগত নৌযানের মাধ্যমে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ঝুঁকি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে ঝুঁকির বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। ঝুঁকির শঙ্কা দেখা দিলে অবশ্যই আইইডিসিআর এখান থেকে নমুনা সংগ্রহ করে ব্যবস্থা নেবে। তবে ওই রকম ঝুঁকি এখন মনে হচ্ছে না।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা